চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

দরিদ্র-অসহায় মানুষের পাশে রামুর সেনাসদস্যরা

নিজেদের সঞ্চিত রেশনের ত্রাণ নিয়ে দরিদ্র-অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন রামু সেনানিবাসের সেনাসদস্যরা।

দেশব্যাপী করোনাভাইরাসের বিস্তার রোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গত ১জুলাই থেকে কঠোর লকডাউন ঘোষণা করেছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় জনগণকে সচেতন রাখার অংশ হিসেবে পর্যটন নগরী কক্সবাজার জেলা ও বৃহত্তর চট্টগ্রাম জেলার বেশ কয়েকটি উপজেলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন তাদের সার্বিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

Bkash July

লকডাউন কার্যকর করার পাশাপাশি সেনাসদস্যরা কর্মহীন, দুঃস্থ অসহায় মানুষের কাছে নিজেদের রেশন বাঁচিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে।

এরই ধারাবাহিকতায়  (০৯ জুলাই) কক্সবাজার সদর এবং রামু উপজেলার প্রত্যন্ত এলাকায় কর্মহীন হতদরিদ্র ১হাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে রামু সেনানিবাসের সেনাসদস্যরা। এছাড়াও ১০ জুলাই চট্টগ্রাম জেলায় ৭’শ পঞ্চাশ এবং চকোরিয়া উপজেলায় ২’শ পঞ্চাশ জন কর্মহীন হত দরিদ্র মানুষের কাছে রামু সেনানিবাসের সেনাসদস্যরা তাদের সঞ্চিত রেশন হতে চাল, ডাল,  আলু, পিঁয়াজ, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রকৃত অভাবগ্রস্ত, ছিন্নমূল ও অসহায় মানুষদের হাতে পৌঁছে দিয়েছেন। স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মহতি উদ্যোগের প্রশংসা করেছে।

ISCREEN
BSH
Bellow Post-Green View