থার্টিফার্স্ট নাইট উদযাপনে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে কূটনৈতিক এলাকাগুলোর প্রবেশপথে যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ইংরেজি বছরকে স্বাগত জানাতে থার্টিফার্স্ট নাইট উদযাপনে রাজধানীতে প্রতিবারের মতো এবারও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কূটনৈতিক এলাকার প্রবেশমুখে প্রতিটি যানবাহনে তল্লাশি করা হচ্ছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয় সেদিকে সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে এমন নিরাপত্তা ব্যবস্থায় খুশি নগরবাসী। তবে করোনাভারাইসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকায় থার্টিফার্স্ট নাইট উদযাপনে আগের সেই জাঁকজমক থাকছে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।