নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য সামরিক খাতে ১০ শতাংশ বাজেট ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্র বিভাগসহ বেসামরিক প্রতিষ্ঠান, পরিবেশ রক্ষাকারী সংস্থা, বিদেশি সাহায্য সংস্থাগুলোর বাজেট খাতে ব্যয় কমানোর সিদ্ধান্তও নেয়া হয়েছে।
২০১৮ সালের বাজেট প্রস্তাবনায় ফেডারেল খাতে ব্যয় কমিয়ে হোয়াইট হাউজ প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৫৪ বিলিয়ন ডলার ব্যয় বাড়ানোর বাজেট প্রস্তাব করেছে।
ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক বাহিনী পুনর্গঠনে এই অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। গভর্নরদের উপস্থিতিতে তিনি বলেছেন, ‘যুদ্ধ হবে শুধুই জয়ের জন্য। বাজেট হবে জননিরাপত্তা স্বার্থে এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখতে।’
পররাষ্ট্র বিভাগের ব্যয় কমবে প্রায় ৩০ শতাংশ। তবে কর প্রত্যাহারের প্রস্তাব সম্পর্কে এখনো স্পষ্ট কোনো ঘোষণা না দিলেও বেলা হয়েছে, মার্কিন সামরিক বাজেট ৬শ’ বিলিয়ন থেকে বেড়ে ট্রাম্পের প্রস্তাবনায় হবে ৬৫৪ বিলিয়ন মার্কিন ডলার।
মার্চের মধ্যভাগে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন ট্রাম্প।