তৈরী পোশাকের সর্বনিম্ন মূল্য ও উৎপাদন ব্যয় নির্ধারণে কমিটি করেছে রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ।
তাদের দাবি, বায়াররা নৈতিক মান রেখে উৎপাদনের কথা বললেও দাম ও মজুরি নির্ধারণে অনায্য আচরণ করেন। তবে মুক্তবাজার অর্থনীতিতে সর্বনিম্ন দাম ঠিক করে দেওয়ার সুযোগ নেই বলছেন বিদেশী ক্রেতারা। মূল্য নিয়ে দও কষাকষিতে দক্ষতা বাড়ানোর আহ্বান তাদের।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: