তৈমুরের সাক্ষরিত কাগজপত্র ছাড়াই তার এজেন্ট দাবি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন
বিজ্ঞাপন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকার সাক্ষরিত কোনো ধরনের কাগজপত্র ছাড়াই একজন নিজেকে তার হাতি প্রতীকের এজেন্ট বলে দাবি করেছেন। একই কেন্দ্রে নৌকার প্রার্থীর এজেন্ট তার সঙ্গে থাকা আইভী’র সাক্ষরিত কাগজপত্র দেখিয়েছেন। এর আগে তৈমুর আলম দাবি করেছেন, সিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে তার এজেন্ট ও কর্মী-সমর্থকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আবার কোনো কোনো কেন্দ্র থেকে তার এজেন্ট ও কর্মী-সমর্থকদের বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন