চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ সম্পর্কে সতর্ক করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

KSRM

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সাথে শান্তি আলোচনা অব্যাহত থাকবে। একইসঙ্গে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের সত্যিকার বিপদ সম্পর্কে সতর্ক করেছেন।

বিবিসি জানায়, সোমবার প্রচারিত একটি সাক্ষাৎকারে ল্যাভরভ বলেছেন, পশ্চিমা দেশগুলোর পাঠানো এসব অস্ত্র বিশেষ অভিযানের প্রেক্ষাপটে রুশ সামরিক বাহিনীর বৈধ লক্ষ্য হবে।

Bkash July

তিনি বলেন, সদিচ্ছারও সীমা আছে। কিন্তু এটি যদি পারস্পরিক না হয় তাহলে সেটা আলোচনার প্রক্রিয়ায় সহায়তা করে না।
কিন্তু আমরা জেলেনস্কির প্রতিনিধিদলের সাথে আলোচনা অব্যাহত রাখবো।

তবে তিনি জেলেনস্কির সমালোচনা করে বলেন, ‘তিনি আলোচনার ভান করছেন। তিনি খুব ভালো অভিনেতা। কেউ যদি খুব মনোযোগ দিয়ে তার কথাগুলো পড়ে ও শোনে তাহলে বুঝতে পারবে এর ভেতরে কতো হাজার দ্বন্দ্ব রয়েছে।’

Reneta June

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে তিনি তৃতীয় বিশ্ব যুদ্ধের সত্যিকার বিপদ সম্পর্কে সতর্ক করে বলেন, এই বিপদ মারাত্মক। এটি বাস্তব । আপনি একে খাটো করে দেখতে পারেন না।

ইউক্রেনে চলমান যুদ্ধ সম্পর্কে তিনি বলেন, একটি চুক্তির মধ্য দিয়েই এই যুদ্ধ শেষ হবে বলে তিনি আস্থাশীল।

তবে চুক্তিটি বাস্তবে পরিণত হওয়ার মুহূর্তে যে পরিস্থিতি থাকবে তার দ্বারা এর পরিমিতিগুলি সংজ্ঞায়িত হবে বলে তিনি উল্লেখ করেন।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View