মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।
জিডির বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হাসান বলেন, তুরিন আফরোজের ওপর হুমকি থাকায় বিকেলে তিনি সাধারণ ডায়েরি করেছেন।
‘ব্যক্তিগত বিষয়’ উল্লেখ করে ওই থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক রইচ কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।
এর অাগেও একাধিকবার নিজের জীবনের ওপর হুমকি পেয়েছেন ব্যারিস্টার তুরিন আফরোজ।