
চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁ যাওয়ার পথে নোয়াখালীর হাতিয়া চ্যানেলে ‘কেএসএল গ্ল্যাডিয়েটর’ জাহাজ থেকে ৪৩টি পণ্যবোঝাই কন্টেইনার সাগরে পড়ে গেছে। তীব্র স্রোতের কারণে রোববার ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
জানা গেছে, জাহাজটিতে মোট ৮৬টি পণ্যবোঝাই কন্টেইনার ছিল। এর মধ্যে সামিট অ্যালায়েন্স পোর্ট লি. (এস এ পি এল)-এর মালিকানাধীন টার্মিনালে তাদের ৬৭ কন্টেইনার খালাস হওয়ার কথা ছিল। আর বাকি ১৯টি কন্টেইনার খালাস হত পানগাঁ টার্মিনালে।
তবে সাগরে পড়ে যাওয়া ৪৩টি কন্টেইনারের মধ্যে সামিট অ্যালায়েন্স এবং পানগাঁ-এর, কার কতটি তা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো.জাফর আলম জানান: শনিবার রাত দেড়টায় চট্টগ্রাম বন্দর থেকে ওই জাহাজটি পানগাঁয়ের উদ্দেশে ছেড়ে যায়। তবে আজ ভোরে হাতিয়া চ্যানেলে ৪৩টি পণ্যবোঝাই কন্টেইনার সাগরে পড়ে যায়। এগুলো উদ্ধারের চেষ্টা চলছে।