চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

তীব্র স্রোতে ৪৩ পণ্যবোঝাই কন্টেইনার সাগরে

KSRM

চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁ যাওয়ার পথে নোয়াখালীর হাতিয়া চ্যানেলে ‘কেএসএল গ্ল্যাডিয়েটর’ জাহাজ থেকে ৪৩টি পণ্যবোঝাই কন্টেইনার সাগরে পড়ে গেছে। তীব্র স্রোতের কারণে রোববার ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, জাহাজটিতে মোট ৮৬টি পণ্যবোঝাই কন্টেইনার ছিল। এর মধ্যে সামিট অ্যালায়েন্স পোর্ট লি. (এস এ পি এল)-এর মালিকানাধীন টার্মিনালে তাদের ৬৭ কন্টেইনার খালাস হওয়ার কথা ছিল। আর বাকি ১৯টি কন্টেইনার খালাস হত পানগাঁ টার্মিনালে।

Bkash July

তবে সাগরে পড়ে যাওয়া ৪৩টি কন্টেইনারের মধ্যে সামিট অ্যালায়েন্স এবং পানগাঁ-এর, কার কতটি তা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো.জাফর আলম জানান: শনিবার  রাত দেড়টায় চট্টগ্রাম বন্দর থেকে ওই জাহাজটি পানগাঁয়ের উদ্দেশে ছেড়ে যায়। তবে আজ ভোরে হাতিয়া চ্যানেলে ৪৩টি পণ্যবোঝাই কন্টেইনার সাগরে পড়ে যায়। এগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View