চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

তিন ব্যাংকের ঋণ কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধানে হাইকোর্টের নির্দেশ

ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর এই অনুসন্ধানে কিছু পেলে সেক্ষেত্রে জড়িতদের বিরুদ্ধে নেয়া ব্যবস্থা সম্পর্কেও জানাতে বলেছেন আদালত।

বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আগামী চার মাসের মধ্যে এই অনুসন্ধান প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে। আর এবিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী আগামী বছরের ৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যংকের ঋণ কেলেঙ্কারির বিষয়ে সম্প্রতি কয়েকটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এই আদেশ দেন।

এসময় আদালতে দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

Labaid
BSH
Bellow Post-Green View