করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনে সময় কাটছে না বলে বন্ধুদের সঙ্গে তাস খেলে ভারতের অন্ধ্রপ্রদেশে ২৪ জনকে সংক্রামিত করেছেন এক ট্রাকচালক।
জেলাশাসক এ মহম্মদ ইমতিয়াজ জানিয়েছেন: লকডাউনে ঘরবন্দি থাকার ফলে সময় কাটাতে বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে তাসের আসর জমিয়েছিলেন কৃষ্ণা লঙ্কা এলাকার বাসিন্দা ওই ট্রাকচালক। এর জেরে ২৪ জন সংক্রামিত হন।
তিনি বলেন: একদিন আগে একই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার কারমিকা নগর এলাকায়। সেখানে বাড়ি বাড়ি ঘুরে আড্ডা দেওয়ার ফলে এলাকার ১৫ জন বাসিন্দার মধ্যে কোভিড-১৯ সংক্রমণ ঘটিয়েছেন আর এক ট্রাকচালক।
দুটি ক্ষেত্রেই তোয়াক্কা করা হয়নি লকডাউনে জারি করা সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি।
ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ২৬ হাজার ৪৯৬। এরমধ্যে অন্ধ্রপ্রদেশে শনাক্ত রোগী ১ হাজারের বেশি।