বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশন থেকে আগেই নাম কাটিয়ে নিয়েছেন তামিম ইকবাল। জানিয়েছেন, চোট থেকে ফিরে সরাসরি বিশ্বকাপে যাওয়া ও গত এক-দেড় বছর যারা নিয়মিত টি-টুয়েন্টি খেলছেন সেই ওপেনারদের প্রতি অবিচার করা হবে বলে বিশ্বকাপে যাচ্ছেন না।
এরপর থেকেই আলোচনা বাংলাদেশ দল অভিজ্ঞ বাঁহাতি ওপেনারের অভাব কতটা বুঝবে, তামিমের অভাব পূরণ সম্ভব কিনা। দল ঘোষণার দিনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অকপটেই বললেন, তামিমকে মিস করবে দল।
বৃহস্পতিবার টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। আরব আমিরাতে বসতে যাওয়া আসরের জন্য শক্তিশালী দলই সাজিয়েছে বাংলাদেশ।
বিসিবির মিডিয়া সেন্টারে নির্বাচক কমিটির তিন সদস্য মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক উপস্থিত হয়ে জানান কারা যাচ্ছে বিশ্ব আসরে খেলতে।

দল ঘোষণা শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন প্রধান নির্বাচক। স্বাভাবিকভাবেই তামিমকে নিয়ে প্রশ্ন ছুটে যায়।
জবাবে মিনহাজুল আবেদীন বললেন, আমরা নিশ্চিত ছিলাম চোট কাটিয়ে তামিম ইকবাল ফিরবে। তাকে আমরা বিশ্বকাপ দলে পাবো। তামিমের অভিজ্ঞতা অবশ্যই মিস করবে দল।
প্রধান নির্বাচক আশাব্যক্ত করলেন, যারা জায়গা পেয়েছেন তারা সেরাটা দেয়ার সামর্থ্য রাখেন বলেও। বললেন, অন্যদের জন্যও এটা একটা সুযোগ নিজেকে মেলে ধরার।
বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন।
রিজার্ভ: রুবেল হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।