তামাকের অবাধ বাণিজ্য এবং এর বিরূপ প্রভাব নিয়ে রিপোর্টিংয়ের জন্য বাংলা ও ইংরেজি সংবাদপত্রের ৩ জন এবং টেলিভিশনের ১ জন সাংবাদিক অ্যাওয়ার্ড পেয়েছেন। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বিজয়ী ৪ সাংবাদিকের হাতে সম্মাননা পদক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠানে বলা হয়, তামাকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে মানুষদের মধ্যে সচেতনতা তৈরি করতে জাতীয় পর্যায়ে একটি প্ল্যাটফর্ম হচ্ছে।
এ প্ল্যাটফর্ম থেকে তামাক ও তামাকজাত পণ্যের বিরূপ প্রভাব এবং তামাকের অবাধ বিপণন-বাণিজ্যের বিরুদ্ধে জনমত গড়ে তোলা হবে।