চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

তাকে নিয়ে হইচই, রোহিত কিছুই জানেন না!

KSRM

কেন তাকে অস্ট্রেলিয়া সিরিজে বাদ দেয়া হলো, চোট কতটা গুরুতর? চোট পেলে আইপিএলেই বা কেন খেলছেন? অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করতেই রোহিত শর্মাকে নিয়ে এরকম অজস্র প্রশ্নে একচোট নাটক হয়ে গেছে। বিতর্কের মুখে অস্ট্রেলিয়া সিরিজে বাদ দিলেও পরে টেস্ট সিরিজে আবারও ডানহাতি ব্যাটসম্যানকে দলে ফেরায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন রোহিত নিজে, বললেন তাকে নিয়ে কে কী বলেছে সেটা তিনি জানেনই না!

ভারতীয় ওপেনার আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসনে আছেন। টেস্টে খেলার প্রস্তুতি নিচ্ছেন। সেখানেই তাকে নিয়ে চলা নাটকের বিষয়ে বললেন, ‘আমি সত্যিই জানি না, লোকজন কী বলছে। তবে আমি স্পষ্ট করে দিতে চাই যে আমি প্রতি মুহূর্তে বিসিসিআই ও মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। মুম্বাই ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছিলাম, ছোট ফরম্যাটে খেলা ঠিকই চালিয়ে নেব। সেই মুহূর্তে সেটাই করতে চাইছিলাম। তাই সেখানেই দৃষ্টি ছিল।’

Bkash July

এরপরই প্রশ্ন উঠেছে, তার চোট কতটা গুরুতর? জবাবের রোহিতের উত্তর ছিলো, ‘হ্যামস্ট্রিংয়ে এখন কোনো সমস্যা নেই। একেবারে ফিট হওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। টেস্ট খেলতে নামার আগে এ বিষয়ে কোনো ঘাটতি রাখতে চাই না। সেই জন্যই এনসিএতে এসেছি।’

সীমিত ওভারের ক্রিকেটে তিনি সহ-অধিনায়ক হলেও কেন ওয়ানডে, টি-টুয়েন্টি সিরিজে খেলছেন না তার উত্তরে রোহিত জানিয়েছেন, হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হতে তার আরও কয়েকটা দিন সময় লাগবে। আর সেই কারণেই তিনি সীমিত ওভারের সিরিজের জন্য অস্ট্রেলিয়া যাননি। তাই তার সফরে না যাওয়া নিয়ে অন্যরা কী বলছে, এ নিয়ে ভাবতে নারাজ তিনি।

Reneta June

‘১১ দিনে ছ’টা ম্যাচ খেলতে হত। সেটা বেশ কঠিন। তাই ভাবলাম ২৫ দিন মতো সময় পেলে টেস্টটা খেলতে পারব। সিদ্ধান্তটা আমার জন্য খুব সহজ ছিল। জানি না, এটা নিয়ে এত জলঘোলা কেন হল?’

বিজ্ঞাপন