চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে ৩০ হাজার দুষ্প্রাপ্য পান্ডুলিপি

KSRM

অবকাঠামো সম্প্রসারণ না হলেও অনলাইন রিসোর্স বেড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির। লাইব্রেরিয়ান জানিয়েছেন, বর্তমানে সদস্যরা কেন্দ্রীয় লাইব্রেরি এবং যেকোন স্থান থেকে অনলাইনে বই ও সাময়িকী পড়তে পারেন। ৩০ হাজার দুষ্প্রাপ্য পান্ডুলিপির ডিজিটাইজেশন করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশে যেসব গ্রন্থাগার রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি বই আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে। বইয়ের পাশাপাশি ১৪-১৫ শতকের দুষ্প্রাপ্য পান্ডুলিপি আছে এ লাইব্রেরিতে। পান্ডুলিপিগুলো আধুনিক স্ক্যানার দিয়ে ডিজিটাইজেশনের কাজও চলছে।

Bkash July

তবে গ্রন্থাগারের অবকাঠামো সংকটের অভিযোগ স্বীকার করলেও লাইব্রেরিয়ান জানিয়েছেন, তারা ছাপানো জার্নালের চেয়ে অনলাইন জার্নাল কিনছেন বেশি।

ইতোমধ্যে লাইব্রেরীর প্রবেশ গেইট আধুনিকায়ন করা হয়েছে। অচিরেই শিক্ষার্থীদের ডিজিটাল লাইব্রেরী কার্ড দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Reneta June

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

https://www.youtube.com/watch?v=mJ4EL3FPMLA

 

বিজ্ঞাপন