রাজধানী ঢাকায় বসেছে স্বাধীন বাংলাদেশের সর্ববৃহৎ ‘আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার’ আসর। ধানমন্ডির আঁলিয়স ফ্রঁসেসে বসে ‘ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটি’ আয়োজিত ‘ইস্ট কোস্ট গ্রুপ বাংলাদেশ আন্তর্জাতিক স্যালন ২০১৮’।
বুধবার (২৬ ডিসেম্বর) বিকাল ৫টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় দেশের সর্ববৃহৎ এই আলোকচিত্র প্রতিযোগিতার আসর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রশিল্পী ও ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা সাঈদা খানম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান আলোকচিত্রশিল্পী, শিক্ষক এবং ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা চঞ্চল মাহমুদ।
সদ্য প্রয়াত খ্যাতিমান সিনেমাটোগ্রাফার, আলোকচিত্র শিল্পী এবং ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটির অন্যতম উপদেষ্টা আনোয়ার হোসেনের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শুরু হয় আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার এই আসর।
উদ্বোধন শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ‘লা গ্যালারী’তে রাখা পুরস্কারের জন্য নির্বাচিত ছবিগুলো ঘুরে ঘুরে উপভোগ করেন এবং এরপর প্রদর্শনীটি সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। আয়োজকরা জানিয়েছেন প্রদর্শনী চলবে ২৭ ও ২৮ ডিসেম্বর। আলোকচিত্রের এই বিশাল আয়োজনের পৃষ্ঠপোষকতায় আছে ইস্ট কোস্ট গ্রুপ।

আলোকচিত্র প্রতিযোগিতার এই আসরে প্রদর্শনীর জন্য মোট ১০১ টি ছবি বাছাই করা হয়েছে। ৬৬ টি দেশ থেকে পাঠানো ৬৪০ জন আলোকচিত্রীর তোলা প্রায় ৯০০০ ছবি থেকে এই সংখ্যক ছবি বেছে নেয়া হয়।
আয়োজকদের দাবী, ফিয়াপ, পি এস এ, আই সি এস, জি পি ইউ, এফ আই, বি পি এস এবং পি পি এস এর প্যাট্রন্যজ সমৃদ্ধ এই প্রতিযোগিতায় সর্বমোট ৩১৭ টিরও বেশী অ্যাওয়ার্ড এই প্রতিযোগিতাকে নিয়ে যাবে এক উচ্চতায়।