ঢাকায় ‘অ্যাভেঞ্জার্স’-এর দাপট, তবু দ্বিতীয় সপ্তাহে ‘আলফা’
ঢাকায় দ্বিতীয় সপ্তাহে গড়ালো নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর তৃতীয় ছবি ‘আলফা’
অ্যাভেঞ্জার্সের জোয়ার বইছে চারদিকে, বাংলাদেশেও নয় তার ব্যতিক্রম। তবু ঢাকায় দ্বিতীয় সপ্তাহে গড়ালো নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর তৃতীয় ছবি ‘আলফা’।
সারা বিশ্বজুড়েই চলছে অ্যাভেঞ্জার্স উন্মাদনা! গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে গত শুক্রবার (২৬ এপ্রিল) বাংলাদেশেও মুক্তি পায় ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ছবিটি নিয়ে ঢাকার দর্শকের এতোই আগ্রহ যে, এখনো বিক্রি হচ্ছে অগ্রিম টিকেট!
রাজধানীতে থেকেও যেসব ভালো সিনেমার দর্শক এখনো ‘আলফা’ দেখেননি, তাদের জন্য ছবিটি দেখে নেয়ার সুবর্ণ সুযোগ তৈরী হলো। এমনটাই মনে করছেন রাজধানীর বুসন্ধরায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
গেল ২৬ এপ্রিল ইমপ্রেস টেলিফিল্ম-এর প্রযোজনায় ‘আলফা’ ছবিটি রাজধানীর স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার, শ্যামলী সিনেমা হলসহ চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পায়। তবে দ্বিতীয় সপ্তাহে ছবিটি ছবিটি শুধু স্টার সিনেপ্লেক্সেই দেখা যাচ্ছে।

তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘আলফা’ চলচ্চিত্রের কাহিনি। এখানে ফুটে উঠে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন।
ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনয়শিল্পী আলমগীর কবির ও দোয়েল ম্যাশ। এ ছাড়াও পরিচিত মুখ হিসেবে দেখা যাবে প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। ছবিতে অভিনয় করেছেন হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা। প্রধান চরিত্রদের ছাড়া অন্যান্য অভিনয় শিল্পদের নির্বাচন করা হয়েছে অডিশনের মাধ্যমে। বেশির ভাগই মঞ্চ থেকে এসেছেন বলে জানিয়েছেন নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ।
ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। সম্পাদনায় আছেন ক্যাথরিন মাসুদ। ছবির কার্যনির্বাহী প্রযোজক হিসেবে আছেন এশা ইউসুফ।