চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়

১৪ দিনের লকডাউন শেষ হওয়ার আগেই গার্মেন্টস খুলে দেয়ার খবরে নেত্রকোনায় ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। পায়ে হেঁটেই রওনা দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকাগামী কর্মজীবী মানুষ বিরামহীন ছুটে চলেছেন। যদিও পৌর শহরে সিএনজি ইজিবাইক চলাচল অনেকটাই বন্ধ রয়েছে। এমন অবস্থায় চাকরি বাঁচাতে পায়ে হেঁটেই গন্তব্যে ছুটছেন তারা। মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমন অবস্থায় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন স্থানীয়রা।

Labaid
BSH
Bellow Post-Green View