চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ঢাকাকে হারিয়ে শেষ চারে রংপুর

ঢাকা ডমিনেটরসকে ২ উইকেটে হারিয়ে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। আগেই শেষ চার নিশ্চিত হওয়া বাকি তিনটি দল হলো সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

একে একে ছিটকে গেছে খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা।

Bkash July

শুক্রবার রাতের ম্যাচে রংপুরকে ১৩১ রানের লক্ষ্য দেয় ঢাকা। শরিফুল ইসলাম টানা দুই ওভারে উইকেট তুলে নিয়ে লড়াইয়ের আভাস দিলেও নুরুল হাসান সোহান ও রনি তালুকদারের ৯৩ রানের জুটি বড় জয়ের আশা দেখায়। তবে ১০২/২ থেকে রংপুরের স্কোর হয়ে যায় ১২৪/৮। ২২ রানে ৬ উইকেট হারিয়ে হারে মুখে পড়ে দলটি।

শেষে হারিস রউফের ৪ বলে ৭ রানের ইনিংসে ৩ বল হাতে রেখে জয় পায় রংপুর।

Reneta June

রনি ৩৯ বলে ৩৪ রান করে আউট হন ঢাকার অধিনায়ক নাসির হোসেনের বলে। ততক্ষনে রংপুর পেরিয়ে যায় একশর গন্ডি। পরের ওভারে আঘাত হানেন শরিফুল। এ বাঁহাতি পেসারের তৃতীয় শিকার হন অধিনায়ক সোহান। করেন ৩৩ বলে ৬১ রান।

এবারের বিপিএলে করেন প্রথম ফিফটি। মারেন তিনটি ছয়, সাতটি চার।

সহজ জয়ের পথে হুট করেই হোঁচট খায় রংপুর। পরের ওভারে নাসিরে শিকার শোয়েব মালিক। উইকেট ছেড়ে বেরিয়ে এসে স্লগ সুইপ করতে গিয়ে স্টাম্পড হয়ে ফেরেন। নিজের ৫০০তম টি-টুয়েন্টি ম্যাচে করেন ৫ বলে ৭ রান। নাসির জোড়া শিকারে জয়ের আশা জাগান। তবে শেষ রক্ষা হয়নি।

শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে ঢাকা। আরিফুল হক ২৯ ও আবদুল্লাহ আল মামুন ২৩ রান করেন।

আজমতউল্লাহ নেন দুটি উইকেট। রংপুরের বোলার মেহেদী হাসান, হারিস রউফ, হাসান মাহমুদ ও মোহাম্মদ নওয়াজ নেন একটি করে উইকেট।

ISCREEN
BSH
Bellow Post-Green View