চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার করোনাভাইরাস পজিটিভ

করোনাভাইরাস এবার থাবা বসিয়েছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাস এ আক্রান্ত হয়েছেন।

এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প নিজেই করোনাভাইরাস পজিটিভ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

Bkash July

শুক্রবার টুইট বার্তায় ট্রাম্প বলেন: আজ রাতে আমাদের করোনাভাইরাস পজিটিভ এসেছে। সুস্থতার লক্ষ্যে আমরা দু’জনই কোয়ারেন্টাইন প্রক্রিয়া শুরু করছি।

এর আগে ট্রাম্পের উপদেষ্টা হোপ হিকসের করোনাভাইরাস ধরা পড়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট কোভিড-১৯ টেস্ট করান। সেখানেই তাদের করোনা পজিটিভ ধরা পড়ে।

Reneta June

শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসকে চীনা রোগ বলে উড়িয়ে দেন। এরপর ক্রমাগত আঘাত আসতে থাকে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত হতে থাকে লাখ লাখ মানুষ। মৃত্যু হয় হাজারে হাজারে। নড়েচড়ে বসেন ট্রাম্প। সেই সাথে হুমকি-ধমকিও চালু রাখেন।

ভাইরাস ক্রমাগত বৃদ্ধি পেলেও দেশের বিশেষজ্ঞ মহলের মতামতকে বিভিন্ন সময় অগ্রাহ্য করেছেন।  নিয়মিত মাস্ক ব্যবহারের ঘোর বিরোধী ছিলেন ট্রাম্প। পরবর্তীতে অবশ্য তাকে মাস্ক পরতে দেখা যায়।

বর্তমানে করোনাভাইরাসে সর্বোচ্চ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যু দুটিতেই শীর্ষে অবস্থান করছে।  দেশটিতে ৭৪ লাখ ৯৪ হাজার ৪৬৩ জন করোনা আক্রান্ত ও মৃত্যু হয়েছে ২ লাখ ১২ হাজার ৬৬০ জনের।

Labaid
BSH
Bellow Post-Green View