ডেঙ্গুর প্রকোপ চলবে আরও দুই সপ্তাহ: স্বাস্থ্য অধিদপ্তর
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পার হলেও ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর উর্ধ্বমুখী হার অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আরো দুই সপ্তাহ ডেঙ্গুর প্রকোপ চলবে। এরপর ডিসেম্বর নাগাদ শীত নামলে এডিস মশার প্রজনন ও বংশবৃদ্ধি কমলে ডেঙ্গুর প্রকোপ কমবে। এসময়ে এডিস মশা নিধনে কার্যকর ব্যবস্থাপনা চালু রাখার পাশাপাশি মশার কামড় থেকে সুরক্ষায় কার্যকর উপায় মেনে চলার পরামর্শ দিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞরা।
বিজ্ঞাপন