পথের জীবন ঝরে গেল লেকের জলে। ডুব দেয়ার তিন দিন পর ভেসে উঠল ১৩ বছরের রাতুলের লাশ। মঙ্গলবার দুপুরে ধানমন্ডি থানা পুলিশ ওই কিশোরের লাশ উদ্ধার করে।
ধানমন্ডি থানার ওসি (তদন্ত) মো. পারভেজ চ্যানেল আই অনলাইনকে বলেন, ছেলেটি ডান্ডি (এক ধরণের নেশা) আসক্ত ছিল। ১৬ তারিখ কোমর পানিতে দাঁড়িয়ে ডান্ডি সেবন করছিল।’
“পরে ওর কিছু পরিচিতকে দেখলে ও পানিতে ডুব দিয়ে একবার ভেসে উঠে আবার ডুব দেয়। এরপর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওর ভিক্ষুক মা খোঁজাখুঁজি করছিল। মঙ্গলবার লেকে রাতুলের লাশ ভেসে উঠেছ।”
এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।

রায়েরবাজার বস্তিতে থাকত ছেলেটির বাবা-মা। বাবা রিকশা চালক শামীম মিয়া পা ভেঙ্গে ঘরে অসুস্থ। মা মুক্তা বেগম ভিক্ষা করে সংসার চালান। দুই ভাইয়ের মধ্যে বড় ছিল রাতুল তার ছোট ভাইয়ের বয়স তিন বছর।