
উস্কানিমূলক ধর্মীয় দাঙ্গা সৃষ্টিকারী ও আদিবাসীদের ভূমি জবর দখলকারী ঠাকুরগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর মো. বাবুলসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাঁওতাল ওরাঁও সম্প্রদায়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা।
শনিবার দুপুরে শহরের মন্দিরপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর বাবুল হোসেন আদিবাসীদের জমি জবরদখল করতে না পেরে মসজিদে মুসলিমদের উপর হামলা হয়েছে বলে মিথ্যা গুজব ছড়ায়। এ নিয়ে শহরের মন্দিরপাড়ার আদিবাসী ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে মারমুখি পরিস্থিতির সৃষ্টি হয়।
অবিলম্বের সকল ভূমিদস্যু ও সাম্প্রদায়িক উষ্কানীদাতাদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত শাস্তির দাবি জানান বক্তারা।

পরে জেলা প্রশাসকের বাসভবনে গিয়ে সেখানে অবস্থান নেয় এবং ডিসিকে স্মারকলিপি দেন আদিবাসী পরিষদের নেতারা।
পুলিশ ঘটনাস্থল থেকে ঠাকুরগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর বাবুল হোসেনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে।