চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ট্রাম্পের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি রোলিং স্টোনের

নির্বাচনী প্রচারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোলিং স্টোনের গান ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়েছে ব্যান্ডের পক্ষ থেকে।

শনিবার ব্যান্ডের লিগ্যাল টিমের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের গান ব্যবহার বন্ধ না করলে আইনি সহায়তা পেতে তারা বিএমআইয়ের দ্বারস্থ হবেন।

Bkash July

সম্প্রতি ওকলাহোমার তুসলাতে ট্রাম্পের নির্বাচনী প্রচারে রোলিং স্টোনের জনপ্রিয় ‘ইউ কান্ট অলওয়েজ গেট হোয়াট ইউ ওয়ান্ট’ গানটি ব্যবহার করা হয়েছে।

২০১৬ সালেও এই গানটি ব্যবহার করা হয়েছিল ট্রাম্পের নির্বাচনী প্রচারণায়। সেই সময়ে রোলিং স্টোনের পক্ষ থেকে টুইটারে বলা হয়েছিল, ‘রোলিং স্টোন ট্রাম্পকে গান প্রচারের অনুমতি দেয়নি।’

Reneta June

একই অভিযোগ প্রয়াত রক সংগীত শিল্পী টম পেটির পরিবারেরও। অনুমতি ছাড়াই তুলসার র‍্যালিতে ‘আই ওন্ট ব্যাক ডাউন’ গানটি ব্যবহার করা হয়েছে। পিঙ্ক ভিলা

Labaid
BSH
Bellow Post-Green View