শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দল স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামছে আগামীকাল বুধবার। খেলা মাঠে গড়ানোর ১৯ ঘণ্টা আগে মূল স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সচরাচর এমনটা দেখা যায় না। সাধারণত ম্যাচে নামার কয়েকদিন আগেই স্কোয়াড চূড়ান্ত করতে দেখা যায় সব দলকে।
দুই টেস্টের সিরিজের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল নিয়ে লঙ্কায় গেছে বাংলাদেশ। প্রথম টেস্টের জন্য ৬ খেলোয়াড়কে বাইরে রেখে ১৫ সদেস্যের দল চূড়ান্ত করা হয়েছে। নতুনদের মধ্যে শরিফুল ইসলাম ও ইয়াসির আলি চৌধুরী রাব্বি টিকে গেছেন প্রথম টেস্টের দলে।
চার পেসার রাখা হয়েছে স্কোয়াডে। দল ঘোষণার কিছুক্ষণ আগে ম্যাচপূর্ব অনলাইন সংবাদ সম্মেলনে মুমিনুল হক বলেছেন পেস আক্রমণে গুরুত্ব দিয়েই একাদশ সাজাবে বাংলাদেশ। অধিনায়কের কথার প্রতিফলন দেখা গেছে স্কোয়াডে।
ওপেনার আছেন তিনজন। তামিম ইকবালের সঙ্গী হতে পারেন সাইফ হাসান বা সাদমান ইসলাম।
বাদ পড়েছেন শুভাগত হোম চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান, শহীদুল ইসলাম, নুরুল হাসান সোহান, খালেদ আহমেদ।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
প্রথম টেস্টের দল: মুমিনুল হক (অধিনায়ক), লিঠন দাস, তামিম ইকবাল, সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মো: মিঠুন, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, শরিফুল ইসলাম।