
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন ‘এ’ দলের হয়ে খেলা শাহাদাত হোসেন দীপু ও মুশফিক হাসান। দুজনই প্রথমবার এলেন জাতীয় দলে।
একমাত্র টেস্টের সিরিজে টিম টাইগার্সকে নেতৃত্ব দেবেন লিটন দাস। চোটের কারণে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে মিরপুরে আসার দিনই ঘোষণা করা হল স্কোয়াড। বাংলাদেশ দলে বড় চমক হয়ে এসেছে ব্যাটার দীপু ও তরুণ পেসার মুশফিকের অন্তর্ভুক্তি।
চোট কাটিয়ে ফিরেছেন জাকির হাসান। টপঅর্ডারে মাহমুদুল হাসান জয় টিকে থাকলেও বাদ পড়েছেন সাদমান ইসলাম।

আগামী ১৪ জুন মিরপুরে শুরু হবে টেস্ট ম্যাচটি। ঈদ-উল-আযহার পর ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে আবার বাংলাদেশে আসবে আফগান দলটি। এই সময়টা ভারত সফরে কাটাবেন রশিদ-মুজিব।
বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, মুশফিক হাসান।