চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

টেস্টকে সর্বোচ্চ প্রাধান্য দিতে চান স্টোকস

বেশ কয়েকদিন আগেই আইপিএলের আসছে আসরের নিলাম থেকে নাম সরিয়ে নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। মঙ্গলবার সেটির কারণ জানালেন ২০১৭ সালে টুর্নামেন্টটির সবচেয়ে দামি খেলোয়াড়।

টেস্ট ক্রিকেটকে সর্বোচ্চ প্রাধান্য দিতে আইপিএলে অংশ নিতে চান না বলে জানিয়েছেন স্টোকস। আইপিএলে না খেলার সিদ্ধান্তটি অনেক ভেবেচিন্তেই নিয়েছেন বলে জানিয়েছেন।

‘টেস্ট ক্রিকেটকে সর্বোচ্চ প্রাধান্য দিতে চাই৷ আইপিএলে যাব কিনা সে ব্যাপারে অনেক ভেবেছি। ভেবে দেখেছি টাকার চেয়েও আমার এখন এই ব্যাপারটিকে প্রাধান্য দেয়া জরুরি। আবার কোনো দলের সাথে যুক্ত হয়ে সেখানে সম্পূর্ণ মনোযোগ দিতে না পারাটাও ঠিক হবে না।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে ৪-০তে হারের ব্যাপারটি নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইংলিশ সহ-অধিনায়ক। তবে জো রুটই এ অবস্থায় দলকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে সবচেয়ে যোগ্য বলেছেন।

‘এটা অবশ্যই একটি হতাশাজনক অ্যাশেজ সিরিজ ছিল। আমাদের এখান থেকে শিক্ষা নেয়া উচিত এবং নতুন করে দল গঠনে মনোযোগী হওয়া উচিত। এ অবস্থা থেকে উত্তরণে আমি ইংল্যান্ডের সবচেয়ে যোগ্য অধিনায়ক জো রুটের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।’

মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ৮ মার্চে শুরু হয়ে সিরিজটি চলবে ২৯ মার্চ পর্যন্ত। এর আগে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ৩-২এ হেরেছে ইংলিশরা।

Labaid
BSH
Bellow Post-Green View