Site icon চ্যানেল আই অনলাইন

টেলিভিশনের সামনে ভ্যাকসিন নিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সরাসরি টেলিভিশনের সামনে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন।

শুক্রবার সকালে হোয়াইট হাউসে টেলিভিশনে সরাসরি ভ্যাকসিন গ্রহণ করে ডাক্তার ও দর্শকদের উদ্দেশে তিনি বলেন: আমি তেমন কিছুই অনুভব করতে পারিনি।

হোয়াইট হাউসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে। পেন্সের স্ত্রী ক্যারেন পেন্স ও যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোমে অ্যাডামসও হোয়াট হাউসের এই ইভেন্টে ভ্যাকসিন নিয়েছেন।

গত সোমবার যুক্তরাষ্ট্র ফাইজার/বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনের অনুমোদন দেয়। ট্রায়ালে এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।

ত্রিশ লাখ ভ্যাকসিন ডোজের প্রথম চালান যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে পাঠানো হচ্ছে।

দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মর্ডানার যে ভ্যাকসিন নিয়ে আসছে তা বিশেষ্ণ দলের অনুমোদনের পর খুব দ্রুত জরুরি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সবার ভ্যাকসিন গ্রহণের যে পরিকল্পনা শুরুতে ছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা কিছুটা পরিবর্তন করেন। নতুন পরিকল্পনায়, শুধুমাত্র ‘বিশেষভাবে প্রয়োজন’ এমন কর্মকর্তারাই ভ্যাকসিন নেবেন।

করোনা মহামারীর শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ লাখ ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭০ লাখেরও বেশি। বিশ্বের সকল দেশের চেয়ে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অনেক বেশি।

নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (৭৮) আগামী সপ্তাহে ভ্যাকসিন গ্রহণ করবেন বলে জানানো হয়েছে। ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর প্রথম ১০ দিনে ১০ কোটি ভ্যাকসিন প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছেন জো বাইডেন।

Exit mobile version