চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টেগর পিস অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

টেগর পিস অ্যাওয়ার্ড পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তি প্রতিষ্ঠা, ক্ষুধা দারিদ্র ও দুর্নীতি প্রতিরোধ, সন্ত্রাসবাদ নির্মূল, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি ভূমিকা রাখায় তাকে এ পুরস্কার দেয়া হয়।

শনিবার বিকেলে এশিয়াটিক সোসাইটি কোলকাতা’র পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

এর আগে দিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে দুই দেশের মধ্যে ৭টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি প্রকল্পের উদ্বোধন করা হয়।

দুই নেতার এই বৈঠকে আঞ্চলিক এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়; যেমন- রোহিঙ্গা ইস্যু, দুই দেশের মধ্যকার অভিন্ন নদীগুলোসহ তিস্তার পানি বণ্টন, নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্যের ভারসাম্য এবং লাইন অব ক্রেডিট (এলওসি) প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সরকারি সফরে গত মঙ্গলবার নয়াদিল্লি পৌঁছান। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই তার প্রথম দিল্লী সফর। তিনি ২০১৭ সালের এপ্রিলে সর্বশেষ নয়া দিল্লি সফর করেছিলেন।

বৈঠকের পর হায়দ্রাবাদ হাউজে শেখ হাসিনার সম্মানে নরেন্দ্র মোদি আয়োজিত মধ্যাহ্ন ভোজেও যোগ দেন প্রধানমন্ত্রী।

রোববার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।