চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাই: দিল্লিতে গ্রেপ্তার ৯ জুয়াড়ি

দিল্লিতে বড়সড় বেটিংচক্রের খোঁজ পেয়েছে পুলিশ। অভিযান চালিয়ে চক্রের ৯ জনকে ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে তারা।

পুলিশের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, দক্ষিণ দিল্লির পুষ্প বিহার অঞ্চলের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Bkash July

বিশেষ সূত্রে দিল্লি পুলিশের কাছে সোমবার খবর আসে, আইসিসি টি-টুয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে পুষ্প বিহারের একটি বাড়িতে বেটিং চলছে। এদিন খেলা চলছিল হংকং ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। তাতেই হাতেনাতে ধরা পড়ে ৯ জন।

ডেপুটি কমিশনার অফ পুলিশ অতুল কুমার ঠাকুর জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার পর তদন্ত শুরু হয়েছে। গ্রেপ্তারকৃতদের নাম মহেন্দর সিং, পরমিন্দর সিং, শচীন কুমার, যোগেশ ভাসিস্থা, হরমিন্দর সিং বেদি, দীপক নারাং, রোহিত পান্ডে, অর্জুন সিং রাঠোর ও ওয়াসিম।

Reneta June

ঘটনাস্থল থেকে ২৯টি মোবাইল ফোন, চারটি ল্যাপটপ, একটি ইন্টারনেট ডঙ্গল ও বেশকিছু ইলেকট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও নগদ ১ লাখ ২ হাজার ৯০০ রুপি উদ্ধার করা হয়।

Labaid
BSH
Bellow Post-Green View