Site icon চ্যানেল আই অনলাইন

টি-টুয়েন্টি আসরেও থাকবেন ডমিঙ্গোরা

Advertisements

আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততা না থাকায় তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপে কোচ হিসেবে কাজ করছেন ওটিস গিবসন, রায়ান কুক ও নিক লি।

হেড কোচ রাসেল ডমিঙ্গো আছেন ক্রিকেটার-পর্যবেক্ষক হিসেবে। সামনের ঘরোয়া টি-টুয়েন্টি আসর পর্যন্ত দীর্ঘ হতে পারে তাদের এই ভূমিকা।

সিদ্ধান্ত এখনও চূড়ান্ত না হলেও বিসিবির ভাবনা টি-টুয়েন্টি টুর্নামেন্ট পর্যন্ত বিদেশি কোচদের দেশেই রেখে দেয়ার। বোর্ডের একজন পরিচালক জানিয়েছেন কোচদের যতটা সম্ভব কাজে লাগানো হবে। এজন্য নভেম্বরের মাঝামাঝি পাঁচ দলের সম্ভাব্য টুর্নামেন্টেও তারা সঙ্গে থাকবেন, এমন চিন্তা রয়েছে আমাদের।

শ্রীলঙ্কা সফর হলে নভেম্বরের মাঝামাঝি কাজ শেষ হয়ে যেত জাতীয় দলের কোচদের। কেননা টেস্ট সিরিজের জন্য খসড়া সূচিতে শেষ ম্যাচটি ছিল ৮-১২ নভেম্বর।

জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আগে পেতেন দীর্ঘ বিরতি। কিন্তু করোনা পরিস্থিতি সবকিছুই করে দিয়েছে ওলটপালট। সাত মাসের করোনা বিরতির পর ঘরোয়া আসরেও দেখা যাচ্ছে তাদের সরব উপস্থিতি।

Exit mobile version