ভিসার মেয়াদ আছে একমাস। এখনও টিকিট পাওয়া নিয়ে সংশয়ে আছেন সৌদি প্রবাসীরা। রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে অবস্থান করা প্রবাসীরা বলছেন, অব্যবস্থাপনার কারণে ভোগান্তিতে পড়েছেন তারা।
প্রায় ৫০ বছর বয়সী কুমিল্লার বাসিন্দা মোহাম্মদউল্লাহ কয়েক সপ্তাহ ধরেই টিকিটের দাবিতে প্রবাসীদের বিক্ষোভে অংশ নিচ্ছেন। ২১ বছরের প্রবাস জীবনে আবার ফিরতে পারবেন কি না সেই শঙ্কায় রয়েছেন তিনি।
তার মতো ভিসার মেয়াদ বাড়লেও সৌদি আরবে যাওয়ার ব্যবস্থা নিয়ে তার মতো ভোগান্তিতে পড়েছেন অসংখ্য প্রবাসী।
মেসেজের মাধ্যমে টিকিটের তারিখ জানানোর কথা থাকলেও, তা ঠিকভাবে করা হচ্ছে না বলে অভিযোগ করেন প্রবাসীরা।
প্রবাসীদের অভিযোগগুলো নিয়ে এয়ারলাইন্স গুলো বরাবরের মতোই কোনো সুনির্দিষ্ট মন্তব্য করছে না।