টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর মাহিম (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের ডুবাইল মধ্যপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহিম ওই গ্রামের মহির উদ্দিন মন্ডলের ছেলে।
মাহিমের মামা মোহাম্মদ আলী বলেন, ‘প্রতিবেশী আব্দুল আলিমের ছেলে বুশ মিয়ার (১০) সাথে মাহিম শুক্রবার বিকেলে খেলা করছিল। বুশ মাহিমকে তাদের বাসায় ডেকে নিয়ে যায়। তারপর বুশের বাবা আলিম মাহিমকে মারধর করে। এসময় বুশ বাধা দেওয়ায় তাকে চড় থাপ্পর মেরে দূরে সরিয়ে দেয়।
তিনি আরও বলেন, ‘গতকাল বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির করেও তাকে পাওয়া যায়নি। পরে শনিবার সকালে আলিমের বাড়ির সামনে থেকে মাহিমের মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন মিয়া বলেন, ‘সকালে স্থানীয়রা আমাকে ঘটনাটি জানায়। পরে পুলিশকে বিষয়টি জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে।’
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ‘খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।