টাঙ্গাইলের মধুপুরে জ্বর, সর্দি ও কাঁশিতে আক্রান্ত হয়ে মৃত হাবিবুর রহমান হবি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে দাবি করেছেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা।
তিনি বলেন, ‘জ্বর, সর্দি, কাশিতে মারা যাওয়া হাবিবুর রহমান হবির নমুনা পরীক্ষার প্রতিবেদন আজ বৃহস্পতিবার হাতে পেয়েছি তাতে ফলাফল নেগেটিভ এসেছে। এতেই প্রমাণিত হয় হবি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। যার কারণে পরিবারটি এখন লকডাউনমুক্ত।’
উপজেলার মহিষমারা ইউনিয়নের টেক্কার বাজার গ্রামের হাসেন আলীর ছেলে হবিবুর রহমান হবি গত রোববার ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন।
মঙ্গলবার অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়। ওইদিনই রাত আটটার দিকে মহিষমারা ইউনিয়নের টেক্কার বাজার কবরস্থানে করোনা রোগীর মতো বিধান মেনে তার দাফন সম্পন্ন হয়।