মহামারি করোনাভাইরাসের কারণে টাঙ্গাইলের বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকলেও বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ঈদ আনন্দে মেতে উঠেছে মানুষ, উপচে পড়া ভিড়ে স্বাস্থ্যবিধির বালাই নেই। কোন রকম সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে ঈদ আনন্দে মেতে উঠেছেন দর্শণার্থীরা।
যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের গরিলাবাড়ী এলাকায় বাদ্যযন্ত্র বাজিয়ে একদল মানুষের উপস্থিতির দৃশ্য দেখে বুঝে ওঠার উপায় নেই দেশে করোনাকাল চলছে।
বিভিন্ন উপজেলা থেকে হাজারও দর্শণার্থী নদীর পাড়ে বেড়াতে আসছেন। এতে দর্শণার্থীরা যেমন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন, তেমনি স্থানীয়দের মধ্যেও বিরাজ করছে আতঙ্ক।
কারো মুখে মাস্ক তো দূরের কথা, ন্যূনতম স্বাস্থ্যবিধি না মেনে শিশু থেকে নানা বয়সী মানুষ গাদাগাদি করে ইঞ্জিন চালিত নৌকা ও ট্রলারে আনন্দ ভ্রমণে মেতে উঠায় ঝুঁকিতে স্থানীয়রা।
যমুনা নৌ পুলিশের দাবি, এসব দর্শণার্থীদের বার বার সতর্ক করলেও তারা স্বাস্থ্যবিধি মানছেন না।
মঙ্গলবার পর্যন্ত জেলায় ১৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।