ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে সদর উপজেলার পোড়াহাটি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে প্রচুর বিস্ফোরক, গ্রেনেড ও সুইসাইড ভেস্ট পেয়েছে পুলিশ ও কাউন্টার টেরিরিজম ইউনিট।শুক্রবার বিকাল সাড়ে ৫ টা থেকে পুলিশ ও কাউন্টার টেরিরিজম ইউনিটের একটি দল ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের নও মুসলিম আব্দুল্লার বাড়িটি ঘিরে রেখেছিল।
অভিযান শেষে ওই জঙ্গি আস্তানা থেকে কোনো জঙ্গিকে পাওয়া যায়নি বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
এর আগে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানিয়েছিলেন, ২ রুম বিশিষ্ট টিনের এই বাড়ীতে জঙ্গি আস্তানা আছে এমন খবরের ভিত্তিতে তারা বাড়িটি ঘিরে রাখে। বাড়ীর মধ্যে কেউ নেই বলে আগেই জানিয়েছিল পুলিশ। তবে বিস্ফোরক আছে বলে ধারণা করছিল পুলিশ। পরে পুলিশ ও কাউন্টার টেরিরিজম ইউনিট বাড়িটিতে অভিযান পরিচালনা করে।
বাড়ীর মালিক আব্দুল্লাহ ৫ বছর আগে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।