ঝিনাইদহ সদর ও মহেশপুর জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার এই মামলা করে পুলিশ।
বোমা ও আগ্নেয়াস্ত্রসহ আটক হওয়া শামীম হোসেন, গ্রেফতারকৃত শামীম বাড়ির মালিক মৃত শরাফত হোসেনের ছেলে। পরে ওই আস্তানা থেকে শামীমের মা ও বড়ভাইয়ের স্ত্রীকে আটক করে পুলিশ।
গত ৬ মে শনিবার দিবাগত রাতে মহেশপুরের বজ্রপুর গ্রামে জহিরুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি ঘিরে ফেলে পুলিশ। রোববার ভোর থেকে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা সেখানে অভিযান শুরু করে।
অভিযান চলার সময় ওই বাড়িতে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর ২ জঙ্গির মৃত্যু হয় বলে জানায় পুলিশ। নিহতদের মধ্যে ১ জনের নাম তুহিন।

এছাড়া সেদিনই সদর উপজেলার লেবুতলায় জঙ্গি আস্তানা সন্দেহে আরেকটি বাড়ি ঘিরে অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। লেবুতলায় জঙ্গি আস্তানা সন্দেহে মৃত শরাফত মণ্ডলের বাড়িতে পুলিশ সকালে অভিযান চালিয়ে ৮ টি বোমা ও ১ টি নাইন এমএম পিস্তল উদ্ধার করে পুলিশ।