
নাপোলিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগেও জয়ের ধারাতেই আছে ম্যানচেস্টার সিটি। মারিবোরকে ৭-০ গোলে উড়িয়ে দারুণ জয় পেয়েছে আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুলও।
মঙ্গলবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে নাপোলিকে হারানো ম্যানসিটির গোল দুটি এসেছে গ্যাব্রিয়েল জেসাস ও রাহিম স্টার্লিংয়ের থেকে। সেখানে লিভারপুলের জয়ে দুটি করে গোল করেছেন রবের্তো ফিরমিনো, মোহাম্মেদ সালাহ। একটি করে গোল এসেছে ফিলিপে কৌতিনহো, অ্যালেক্স অক্সালেড-চেম্বারলেইন ও ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের থেকে।
টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষেই থাকল ম্যানসিটি। গ্রুপের অন্য ম্যাচে ফেইনোর্ডকে ২-১ গোল হারিয়ে শাঁখতার দোনেৎস্ক ৬ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুইয়ে।
সেখানে ‘ই’ গ্রুপের ম্যাচে মারিবোরকে উড়িয়ে দিয়ে লিভারপুল চলতি আসরে প্রথম জয়ের স্বাদ নিয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্টে টেবিলের শীর্ষে আছে। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে স্পার্টাক মস্কো। মঙ্গলবার রাতে সেভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

মোনাকোকে ২-১ গোরে হারিয়ে টানা তৃতীয় জয়ের পর বেসিকতাস ৯ পয়েন্টে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে। গ্রুপের অন্য ম্যাচে পোর্তোকে ৩-২ গোলে হারিয় লেইপজিগ ৪ পয়েন্টে আছে দুইয়ে।