চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

জয়পুরহাটে ভাবির হাতে শিশু দেবর খুন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ৪ বছরের শিশু দেবরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাতনা গ্রামে। মৃত শিশু ওই গ্রামের জাহুরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ লাবিব (৪)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Bkash July

গ্রামবাসী জানিয়েছেন, জহুরুল ইসলামের দুই ছেলে, মেস্তাউল ও লাবিব। মেস্তাউলের স্ত্রী রিমা খাতুনের সাথে বিয়ের পর থেকেই শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। পরে অতিষ্ঠ হয়ে বড় ছেলে ভিন্ন বাড়ি করে দেয়।

আজ সকালে জহুরুল বড় ছেলেকে নিয়ে মাঠে ধান কাটতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে রিমা তার একমাত্র শিশু দেবরকে ভাত খাওয়ানোর কথা বলে নিজ বাড়িতে নিয়ে এসে শ্বাসরোধে হত্যা করে লেপ দিয়ে ঢেকে রাখে বলে জানায় প্রতিবেশিরা।

Reneta June

খোঁজাখুজির এক পর্যায়ে মেস্তাউলের বাড়িতে গিয়ে শিশুটির মৃতদেহ খুঁজে পায়। পরে গ্রামবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ও হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে শিশুটির ভাবি রিমাকে পুলিশের হেফাজতে নেয়া হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, রিমা তার শিশু দেবরকে শ্বাসরোধে হত্যার বিষয়টি স্বীকার করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা রুজুর প্রস্তুতি চলছে।

Labaid
BSH
Bellow Post-Green View