আজ বাড়ি ফিরছেন শাহরুখ খানের ছেলে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে ভারতের আর্থার রোড জেল থেকে মুক্তি পেলেন আরিয়ান খান।
বৃহস্পতিবারই জামিন পেয়েছিলেন আরিয়ান খান। আদালতের রায়ের প্রক্রিয়া মেনে শনিবার সকালে জেল থেকে বেরিয়ে আসলেন তিনি। বেলা ১১টা নাগাদ জেল থেকে ছাড়া পান আরিয়ান। সাধারণ মানুষ, চিত্রগাহকদের ভিড় পার হয়ে গাড়িতে উঠেছেন। এরপর মান্নতের পথে রওনা হয় গাড়ি। এসময়ে গাড়িতে শাহরুখ ছিলেন না।
আরিয়ানকে আনতে জেলে যাননি শাহরুখ। শাহরুখ অপেক্ষা করছিলেন জেল থেকে আড়াই কিলোমিটার দূরে পাঁচতারা হোটেলের গেস্টরুমে।
২ অক্টোবর, মুম্বাইয়ে ক্রুজ পার্টিতে মাদককাণ্ডে আটক করা হয় আরিয়ানকে। ৭ অক্টোবর আরিয়ানকে জেল হেফাজতে পাঠায় আদালত।