বিজ্ঞাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও বাংলাদেশের মহান স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রোববার টুর্নামেন্টের শেষ দিনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মনসুর আলম-মোহাম্মদ আলি জুটি চ্যাম্পিয়ন হন। আমিরুল ইসলাম বাবু-বেলাল হোসেন জুটি রানার্স আপ এবং ওমর ফারুক-রাজ মনিরুল হাসান তৃতীয় স্থান অধিকার করেছে।
১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে বসবাসরত প্রবাসীদের মধ্য থেকে ২৩টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শুধুমাত্র দ্বৈত অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা উপভোগ করেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, কনস্যুলেটের কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশীদেরা।
বিজ্ঞাপন