
মীর সাব্বির ও জামিল হোসেন সম্পর্কে বাপবেটা। কেনাকাটা করতে গিয়ে তাদের ভাগ্যের চাকা খুলে যায়। জুতা কিনে বাপবেটা মিলে দুজনে লটারিতে ব্যাংকক যাওয়ার টিকেট পান! এরপরেই দুজনেই আনন্দে আঁটখানা! এ নিয়ে গ্রামে তুলকালাম কাণ্ড, এলাকায় রটে যায় বাপবেটা মিলে ব্যাংকক যাবেন।
মীর সাব্বির ও জামিল দুজনে মিলে ব্যাংকক যাওয়ার জন্য ব্যাম্বো এয়ার হোস্টেসের কর্মী তানজিকার কাছে যান পরামর্শ নিতে। কীভাবে প্লেনে উঠতে হয়, বসতে হয় এসব নিয়মকানুন শিখে নেয়। এরমধ্যে ঘটতে থাকে পেটে খিল ধরানো হাসির নানা কাণ্ড। ব্যাংকক যাওয়ার আগ মূহুর্তে ঘটে লঙ্কাকাণ্ড!
এমনই মজার একটি গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘বাপবেটা কাপল টিকিট’। যেটি ঈদে প্রচারের লক্ষে পরিচালনা করেছেন মীর সাব্বির। এর আগে মীর সাব্বিবের নির্দেশনায় এই সিরিজের একাধিক কিস্তি প্রচারের পর দর্শক প্রিয়তা পেয়েছে। যেগুলোতে তার ছেলের ভূমিকায় ছিলেন সাঈদ বাবু।
এবার মীর সাব্বিবের ছেলের স্থানে অভিনয় করছেন মীরাক্কেল তারকা জামিল হোসেন। কাজটি নিয়ে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আমি একটা রিপ্লেসমেন্ট চরিত্রে কাজ করেছি। সেজন্য যথাযথভাবে কাজটি করা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। এখানে পুরোটা বরিশালের ভাষায় কথা বলতে হয়েছে।

জামিল বলেন, প্রথমে একটু দ্বিধা কাজ করলেও সাব্বির ভাইয়ের সাহসে পুরো কাজটা দারুণ হয়েছে। আগের কিস্তিগুলো থেকে এটা পুরোপুরি আলাদা। দর্শক দেখলেই বুঝতে পারবেন। এরমধ্যে কাজটি শেষ হয়েছে। এ নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ওয়ালিউল হক রুমি, নীলা ইসলাম, শফিক খান প্রমুখ।