সোমবার পায়েল ঘোষ রাজ্যসভা এমপি রামদাস আঠওয়ালের সঙ্গে এক প্রেস কনফারেন্সের আয়োজন করেছিলেন। সেখানে তিনি দাবী করেন, অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলার পর তাকে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। তিনি নিজের জন্য ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা চেয়েছেন।
পায়েল ঘোষের আইনজীবী নিতিন সাতপুতে টুইটারে লিখেছেন, ‘পায়েল ঘোষ এবং তার আইনজীবী অ্যাডভোকেট নিতিন সাতপুতে মহারাষ্ট্রের মাননীয় রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করবেন। জীবন ঝুঁকিতে থাকায় ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার জন্য আবেদনপত্র জমা দেবেন তারা।’
এর আগে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে অনশন বিক্ষোভে বসার হুমকি দিয়েছেন পায়েল ঘোষ।
২২ তারিখ পায়েল ঘোষ মুম্বাইয়ের ভারসোভা থানায় অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। ভারতীয় আইসিপির ৩৭৬, ৩৫৪, ৩৪১ ও ৩৪২ ধারা অনুযায়ী অনুরাগের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অনুরাগ ও তার আইনজীবী অভিনেত্রী পায়েলের দায়ের করা সকল অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন। অনুরাগের দাবি, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। অনুরাগের পাশে দাঁড়িয়েছেন তাপসী পান্নু, রিচা চাড্ডা, হুমা কুরেশি সহ বলিউডের বহু তারকা।