চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

জীবনের জন্য লড়ছে দুই শিশু

দু’টি জমজ শিশু। জন্ম নির্দিষ্ট সময়ের অনেক আগেই, অনেক কম ওজন নিয়ে। এখনও লড়ছে জীবনের জন্য।

৬ মাসে জন্ম নেওয়া দু’টি শিশুর একজনের ওজন এক কেজি, আরেকজনের ওজন ৯০০ গ্রাম।

Bkash July

নিজের সন্তানের জীবন ভিক্ষা চান শারমিন ইসলাম সোহাগী। কিন্তু দিনরাত ঘুরেও সরকারি হাসপাতালে মিলছে না কোনো সিট। বেসরকারি হাসপাতালে হয়তো শিশুদুটির জীবন বাঁচানো সম্ভব কিন্তু তাতে রোজ খরচ হবে অন্তত ১০-১২ হাজার টাকা।

সোহাগী জানান, এরই মধ্যে খরচ হয়ে গেছে প্রায় ২ লাখের বেশি টাকা। অন্যদের সহায়তায় সেটা করা হয়েছে। কিন্তু এখন যে খরচ হবে তা করার সামর্থ আমার নেই।

Reneta June

গত ২১ সেপ্টেম্বর ডেলিভারীর পরেই ডাক্তাররা শিশু দুটির জীবন নিয়ে শঙ্কিত ছিলেন। জন্ম থেকেই শিকদার মেডিকেলে ভর্তি শিশু দুটিকে নিয়ে এখন মা আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে। প্রতিদিনই তাই বাড়ছে বকেয়া বিল।

ডাক্তাররা বলছেন তাদের ভেন্টিলেশনে রাখা দরকার। কিন্তু বাসাবাড়িতে কাজ করা মায়ের মেয়ে সোহাগীর সে সামর্থ্য নেই। এনআইসিইউ দিতে না পেরে এনসিইউতেই শিশু দুটিকে রেখেছেন সোহাগী। সন্তান দুটির বাবাও তার পিতৃপরিচয় দিতেই নারাজ।

সোহাগী জানান, কখনও কখনও ২-৩ দিন কোনো খাবারই জুটে না আমার। তাতে কষ্ট নেই, যদি সন্তানদের ফিরে পাই।

এমন অবস্থায় সবার সাহায্য চান সোহাগী। সবাই সহায়তার হাত বাড়ালেই আবার জীবন ফিরে পেতে পারে শিশু দুটি।

সোহাগীর বিকাশ নাম্বার ০১৭৪২৪৮৫২৬৪।  ব্যাংকের মাধ্যমে সাহায্য পাঠানোর ঠিকানা: বাংলাদেশ কমার্স ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার ০৪৭১০০৫৯৭।

Labaid
BSH
Bellow Post-Green View