চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

জীবনের কথায় নীলুর নতুন গান

নব্বই দশকের আধুনিক বাংলা গানের জনপ্রিয় গায়কদের একজন মখলেছুল ইসলাম নীলু। ‘সুখপাখি উড়ে গেছে’, ‘সাগরের নীল থেকে’, ‘তোমারই জন্যে’, ‘আমার যে দিকটায় তুমি’, ‘বরষার রিমঝিম’-এমন অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত এই শিল্পী তিন যুগের ক্যারিয়ারে ছয়টি একক অ্যালবামও প্রকাশ করেছেন। গেয়েছেন অসংখ্য অনুষ্ঠানে।

Bkash July

সম্প্রতি মখলেছুল ইসলাম নীলু প্রকাশ করেছেন নিজের নতুন গান-ভিডিও ‘আমার হতে হতে তুমি’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন শাওন গানওয়ালা। সংগীতায়োজনে আদিব কবির।

গানের সঙ্গে মিল রেখে গল্প সাজিয়ে এর ভিডিও নির্মাণ করেন সৈকত রেজা। ভিডিওতে অভিনয় করেছেন মডেল ইমরান ও সুস্মিতা।

Reneta June

গানটি নিয়ে মখলেছুল ইসলাম নীলু বলেন, ‘অনেক দিন পর এবার নতুন গানে কণ্ঠ দিয়েছি। যে ধরনের মেলোডি গান আমার পছন্দ এটি তেমনই। গানের কথায় প্রিয়জনকে হারানোর ব্যথা উঠে এসেছে। গানটির জন্য এরইমধ্যে ভালো সাড়া পাচ্ছি।’

‘আমার হতে হতে তুমি’ গান-ভিডিওটি প্রযোজনা করেছেন নীলুর ছেলে সংগীতশিল্পী ফাহিম ইসলাম। উন্মুক্ত করা হয়েছে তার প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন মিউজিকের ইউটিউব চ্যানেলে।

Labaid
BSH
Bellow Post-Green View