জীবনশক্তির অনন্য উৎস হতে পারে ছাদকৃষি
বিজ্ঞাপন
ছাদকৃষি থেকে জীবনী শক্তি সংগ্রহ করছেন বহু মানুষ। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরাও প্রাণের সন্ধান পাচ্ছেন ওই উদ্যোগ থেকে। তারা বিশ্বাস করছেন, গাছপালা ও ফলফসলের গতিপ্রকৃতির মাঝে লুকিয়ে আছে জীবনের অন্যরকম আলো। সেখান থেকে আসতে পারে আরোগ্য।
বিজ্ঞাপন