চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

জিম্বাবুয়ের অধিনায়ক আরভিন, কোচিংয়ে ক্লুজনার

ওয়ানডে ও টি-টুয়েন্টি ফরম্যাটের জন্য জিম্বাবুয়ে ক্রিকেট দলের স্থায়ী অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রেইগ আরভিন। টেস্ট অধিনায়ক হিসেবে শন উইলিয়ামসকে রাখা হয়েছে। তিন ফরম্যাটেই সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন রেজিস চাকাবভা।

গত বছর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড এবং চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজে জিম্বাবুয়ের অন্তর্বর্তীকালীন অধিনায়ক ছিলেন আরভিন।

Bkash July

একইসঙ্গে সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক ল্যান্স ক্লুজনার আবারো জিম্বাবুয়ের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছেন। প্রধান কোচের দায়িত্ব চালিয়ে যাবেন লালচাঁদ রাজপুত।

এর আগে ক্লুজনার ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জিম্বাবুয়ের ব্যাটিং কোচ ছিলেন। এরপর ২০১৯ সালে তিনি আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব নেন। ২০২১ সালের নভেম্বরে তিনি আফগানদের ছেড়ে যান। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে ক্লুজনার খুলনা টাইগার্সের প্রধান কোচ ছিলেন।

Labaid
BSH
Bellow Post-Green View