
জার্মানিতে একটি সিনেমা হলে হামলা চালানো বন্দুকধারী নিহত হয়েছে। জার্মান মিডিয়া বন্দুকধারীর নিহতের খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি। পশ্চিম
জার্মানির ফ্রাঙ্কফুট শহরের কাছে কিনোপোলিস সিনেমা হলে হামলা চালায়
মুখোশধারী হামলাকারী।
হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে জার্মান মিডিয়া। তারা আরো জানিয়েছে, বন্দুকধারী এখনো সিনেমা হলের ভেতরে রয়েছে। আর পুরো সিনেমা হল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। পুরো এলাকা বন্ধ করে দেয়া হয়েছে।
তবে এটা এখনো পরিস্কার নয় যে, বন্দুকধারী একজন না একাধিক এবং বন্দুকধারী ভেতরে কাউকে জিম্মি করেছে কিনা।