চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

জার্মানিতে শরণার্থী নীতি পাল্টানোর সম্ভাবনা নাকচ

KSRM

জার্মানিতে কয়েকটি সন্ত্রাসী হামলার পর চাপের মুখেও শরণার্থী নীতি পাল্টানোর সম্ভাবনা নাকচ করেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল।

তিনি তার নীতির পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, নিপীড়ন এবং যুদ্ধ থেকে পলায়নপর মানুষদের সুরক্ষা পাওয়ার অধিকার আছে।

Bkash July

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাসীরা জার্মানির শরণার্থী নেওয়ার প্রস্তুতিকে স্তিমিত করে দিতে চায়। সরকার এর বিরুদ্ধে।

মেরকেল বলেছেন, যারা আশ্রয় পাওয়ার যোগ্য তাদেরকে আশ্রয়ের নীতিতে জার্মানি অটল থাকবে।

Reneta June

সন্ত্রাসী হামলা রোধে মেরকেল বরং তথ্য সংগ্রহে নতুন ব্যবস্থা নেওয়াসহ ইন্টারনেটে অস্ত্র বিক্রি ঠেকানো এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মতো আরও বেশ কিছু নতুন পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

সম্প্রতি জার্মানির বাভারিয়ায় দুটো হামলার ঘটনাই ঘটিয়েছে আশ্রয়প্রার্থীরা।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View