জামায়াত শিবিরকে আবারও নিষিদ্ধের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের ৩ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা পালন করে মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তাদের আন্দোলন অব্যাহত রাখবে।
ঠিক ৩ বছর আগে কাদের মোল্লার ফাঁসির দাবিতে কয়েকজন একত্রিত হয় শাহবাগে। একসময় তা পরিণত হয় কোটি বাঙালির গণজাগরণ মঞ্চে। তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, এমন সব শ্লোগান আর দৃঢ় কণ্ঠে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি পৌঁছে যায় বিশ্ব মঞ্চে।
মঞ্চের ৩ বছর পূর্ণ করায় নানা আয়োজন সেই শাহবাগ চত্বরে। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালির পর ছিল সেই দিনগুলোর স্মৃতিচারণ। মঞ্চের মূখপাত্র ইমরান এইচ সরকারও স্মরণ করিয়ে দেয় তাদের দাবিগুলোর কথা।
বলেন, যুদ্ধাপরাধীর ফাঁসির মধ্যে দিয়ে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পথ সুগম হয়েছে। আমরা আশা করছি আর কোনো কালক্ষেপন না করে জামায়াত-শিবির নিষিদ্ধের যে দাবী, গণমানুষের ছয়দফা যে দাবী তার প্রতি সরকার শ্রদ্ধা নিবেদন করবে।

এই ৩ বছরে ৪ জন যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর হয়েছে। মুখপাত্র জানালেন পুরো লক্ষ্য পূরণের কথা।
তিনি আরো বলেন, গণজাগরণ মঞ্চ যেমন যুদ্ধাপরাধীর ফাঁসির দাবী জানিয়েছে তেমনই যেকোনো অন্যায়ের বিষয়ে রাজপথে সোচ্চার হযেছে।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বড় হতে শিশুদের হাতে তুলে দেয়া হয় গণজাগরণ মঞ্চের শুভেচ্ছা স্মারক।