Site icon চ্যানেল আই অনলাইন

জাবিতে মুক্তিযুদ্ধের স্মারক প্রদর্শনী শুরু

Advertisements

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে সপ্তাহব্যাপী ‘মুক্তিসংগ্রাম নাট্যোৎসব’র অংশ হিসেবে মুক্তিযুদ্ধের আর্ট ক্যাম্প ও স্মারক প্রদর্শনী শুরু হয়েছে।

শনিবার সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘বাংলাদেশের মুক্তিসংগ্রামে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি কৃষক শ্রমিক শিল্পী সাহিত্যিক কলা-কুশলীদের অবদান রয়েছে।

এ সময় শিল্পী সমর জিৎ রায় চৌধুরী, ভাস্কর হামিদুজ্জামান, বীরেন সোম, দুলাল চন্দ্র গায়েন, আইভি জামান, গোপাল চন্দ্র ত্রিবেদী, চঞ্চল চৌধুরী, ড. আজহারুল ইসলামসহ তরুণ প্রজন্মের শিল্পী ও কলাকুশলীগণ উপস্থিত ছিলেন।

এছাড়া কেন্দ্রীয় খেলার মাঠে ‘মুক্তির আলোয় আলোকিত করি ভুবন’ স্লোগানে সপ্তাহব্যাপী ‘মুক্তিসংগ্রাম নাট্যোৎসব’ এর উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি বীরপ্রতীক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন ড. মহিউদ্দিন খান আলমগীর এম.পি, ডা. দীপু মনি এম.পি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এম.পি, সিমিন হোসেন রিমি এম.পি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

Exit mobile version